Home                          Instructor Registration                      Student registration                 

How to Make a Million Taka Business – From Idea to implementation.

Uncategorized
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

How to Make a Million Taka Business – From Idea to implementation.
হ্যালো আমি শরিফুল আলম, ফাউন্ডার অফ মাই অর্গানিক বিডি এন্ড সেইপ কমিউনিকেশনস । এর মাঝে একটি হচ্ছে স্টার্টআপ যেটা গ্রীন ওয়েল বিইং নিয়ে কাজ করে । আরেকটা হচ্ছে মার্কেটিং এজেন্সি যেটা perfectly blended অফ ডিজিটাল মার্কেটিং ও ট্রাডিশনাল মার্কেটিং ।আমরা মার্কেটিং এজেন্সি দিয়ে গভমেন্ট সহ আরো অনেক গুলো কর্পোরেটের সাথে কাজ করছি ।
আমার 14 years of Career. এর মাঝে আমার ৮ বছর হচ্ছে চাকরি এর ৬ বছর হচ্ছে বিজনেস experience.
এই বিজনেসের এক্সাইটিং জার্নিতে আমি অনেক ভাল টাইম এবং মন্দ টাইম পার করেছি। এই জব এবং বিজনেস এর বাইরে আমার একাডেমিক নলেজ হচ্চে মার্কেটিং, একাউনটিং আর প্রফেশনাল ট্রানিং হচ্ছে লোকাল অ্যান্ড গ্লোবাল পর্যায় এ এন্টারপ্রেনিয়ারশিপ ।
আর এই যে এই জার্নি,
এত থিউরিটিকাল আর আদার নলেজ থাকার পরেও যখন রিয়েল লাইফের বিজনেসে আসলাম, যে কঠিন সময় এবং লক্ষ লক্ষ টাকা আমাকে লস করে যে পেইনফুল শিক্ষাটা শিখতে হয়েছে, একটা সময় আমার মনে হয়েছে এই জিনিসগুলো আমার শেয়ার করা উচিৎ।
যাতে আমি যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো এবং যে পেইনফুল প্রসেস দিয়ে গিয়েছি আপনারা যেন সেই পেইনফুল প্রসেস দিয়ে না যান।
কেন এই কোর্সটা ? so already আমি বলেছি যে আমার পেইনফুল পারসোনাল অভিজ্ঞতা এবং মেনটরশিপ ও গাইডলাইন আর অভাব ছিল। ২য় হচ্ছে আমাদের দেশে ৬৫% এর নিচে ইয়ুথ, ইয়ং জেনারেশন এর ক্ষেত্রে হয় কি অনেকে হুজুগে পড়ে খুব দ্রুত বিজনেসে চলে আসে না বুঝেই। বিজনেস না শিখেই রাস্তায় নেমে যায়।
আবার অনেক সময় ইয়ুথদের মধ্যে প্রব্লেম থাকে যে তাদের প্রপার নলেজটা থাকে না।
তারা জানেও না যে তাদের কোন জিনিসটা জানা উচিত আর কোন জিনিস টা জানা উচিত নয়।
এই যে নলেজ গ্যাপ, তারপরে ছেলেপেলেদের আসলে মটিভেশন দেওয়াটা খুব সহজ, but Motivation without proper information could be very dangerous.
এইসব বিষয়গুলো বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে এই কোর্সটা আমার করান উচিত .
কিভাবে করানো উচিত?
এই কোর্সটার একটা নামও দিতে হয়, নামটা আমরা ঠিক করলাম How to build a Business – from scratch to Million taka / How to Make a Million taka Business – From Idea to implementation.
এইটা খুব সিরিয়াস টাইপের কোর্স খুব সিরিয়াস টাইপ এর লোকজনদের জন্য ।
বেসিকেলি এটা যেহেতু একাডেমীক কোর্স না, এটার আসলে আলাদা কোন কারিকুলাম নাই । practical লাইফ এর আপনার জার্নি থেকে বা আপনার idea বা Business এর রানিং, যে অবস্থা আছে সেই অবস্থাতেই 1 to 1 ধরে আমরা এগিয়ে নিয়ে যাব।
এই ক্ষেত্রে আমি ও আমার টিম, সবাই আপনাদের হেল্প করবে ।
আমাদের টিম এ CTO সাহেব আছেন, আমাদের ডিজাইন বা ক্রিয়েটিভ টিম এর যারা আছেন তারা আপনাদের হেল্প করবে ।
apart from that other real life entrepreneur দের গল্প শুনবেন এটা সারপ্রাইস হিসেবে রইল ।
এর বাইরে রইল কোর্স ফী
কোর্স ফী আপনাদের ২ ভাবে দিতে হবে ।
১. আপনাদের অবশ্যই সাকসেসফুল হতে হবে ।এই সাকসেসফুল হওয়াটাই আমাদের প্রতিদান, একটা কোর্স ফী ।
২. আর লাইফ এ যেহেতু কোন জিনিশ ফ্রী না, ফ্রী হওয়া উচিৎও না, আপনারা এই কোর্স টা করার পর যে লাভ হয়, সামর্থ্য অনুযায়ী বা আপনি নিজেই কোর্স ফী ঠিক করে দিয়া দিয়েন তাহলেই হবে, কোন সমস্যা নেই ।
Ultimately you have to be successful. that is your commitment. ওইটা হইলেই আমরা অনেক বেশি খুশি হব ।
let’s go for the journey, This is just the beginning.
একটা গুগল ফরম আছে ফিল আপ করে দিয়ে দিবেন , দেখা হবে next week এ ।
নিচের দেয়া ফর্মটি পূরণ করুন :
Show More

What Will You Learn?

  • at the end of this course you will learn new and awesome ideas about how to generate your own business idea and how to make money.